দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে মুজিবনগর সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী।
আজ ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি, সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কমরেড মণি সিংহ ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া টঙ্ক বিদ্রোহের নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীতে টঙ্ক বিদ্রোহের পীঠস্থান নেত্রকোনার সুসং-দুর্গাপুরে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া সুসং-দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ১৯৯০ সালে ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন কমরেড মণি সিংহ।