আগামী ২১-২৩ মার্চ চীনে হতে যাচ্ছে বিশ্ব ইনডোর প্রতিযোগিতা। জহির রায়হান অংশ নেবেনে ৪০০ মিটার স্পিন্টে। এই ইভেন্টে জহির গত বছর এশিয়ান ইনডোরে রৌপ্য পদক পেয়েছিলেন। এবার জাতীয় অ্যাথলেটিকসে ধারাবাহিক পারফরম্যান্স করায় জহিরকে মনোনীত করেছে ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।