প্রায় ৯ মাস পর হাই পারফরমেন্স ইউনিটের জন্য নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। ইংলিশ কোচ টবি র্যাডফোর্ডকে বেছে নিয়েছে বিসিবি।
প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে দলের সাথে কাজ করবেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হবে তার বাংলাদেশ অধ্যায়।
২০১২ সাল থেকে দুই দফায় চার বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পরামর্শক ও সহকারি কোচের দায়িত্ব পালন করেছেন র্যাডফোর্ড। সামলেছেন ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লামরগান ও মিডলসেক্সের দায়িত্ব।
গত বছর সাইমন হেলমট দায়িত্ব ছাড়ার পর থেকেই হেড কোচহীন ছিলো বিসিবি এইচ পি ইউনিট।