কলকাতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ মধুরিমা বসাক। খলচরিত্রে অভিনয়ের জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন এই সুন্দরী। ‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবর, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুরিমা। তবে হবু বর কে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চান অভিনেত্রী।
খলনায়িকা হিসেবে শ্রেষ্ঠা এবং কিয়া চরিত্র দুটি দর্শকদের কাছে ভীষণ গ্রহণযোগ্য। পর্দায় ডিঙ্কার সঙ্গে বিয়ে টেকেনি কিয়ার, মোহর ধারাবাহিকেও এসিপি স্যারের সঙ্গে টালমাটাল দাম্পত্য শ্রেষ্ঠার। কিন্তু পর্দার বাইরে গুছিয়ে সংসার করতে আগ্রহী মধুরিমা।
জানা গেছে, শিগগিরই বড় পর্দাতেও অভিষেক করছেন মধুরিমা। সেটি সৃজিত মুখার্জীর হাত ধরে। সৃজিতের ‘এক্স=প্রেম’ ছবির নায়িকা মধুরিমা।
অন্যদিকে পছন্দের পাত্রের সঙ্গেই চার হাত এক হবে তার। দুই পরিবারের মধ্যে বিয়ের চূড়ান্ত কথাও নাকি হয়েছে বলে ঘনিষ্ঠমহল সূত্রে খবর।
সম্প্রতি অভিনেত্রীর বাবা অসুস্থ হওয়ার কারণে বিয়ের আয়োজন নিয়ে কিছু বলতে চান না মধুরিমা।