ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃটিশ দম্পতির পতিতা ভাড়া করে যৌনাচার: সাড়ে ৪ হাজার পাউন্ড জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৫৩ বার পঠিত

বৃটিশ দম্পতি অ্যানড্রু লুকার এবং জুলিয়া নাইটলি। তারা অবকাশ যাপনে গিয়েছিলেন বারবাডোজে। সেখানে অবাধ যৌনতায় মেতে ওঠেন তারা। তারা দম্পতি। তাদের মধ্যে এমন সম্পর্ক নিয়ে তো কোন কথাই থাকতে পারে না। কিন্তু তারা স্বামী-স্ত্রী মিলে যৌন সম্পর্কে এক নতুন মাত্রা দিতে হোটেলকক্ষে ভাড়া করেন এক পতিতাকে। ২৪ বছর বয়সী জ্যামাইকান ওই পতিতা মিকায়েলা জ্যাকাসকে পাঁচ তারকা হোটেলের রুমে পেয়ে তিনজনে মেতে ওঠেন অসংলগ্ন যৌনতায়। তাদের এমন উদ্দামতার পর সেখানে ঘেরাও দেয় বেরসিক পুলিশ।

শেষ রাতের দিকে নিরাপত্তারক্ষীরা সেখানে অভিযান চালিয়ে আটক করে ওই তিনজনকে। এর মধ্যে বৃটিশ দম্পতিকে ৪৪০০ পাউন্ড জরিমানা করা হয়। কারণ হিসেবে দেখানো হয়, তারা ক্যারিবিয়ান ওই দ্বীপে কোভিড-১৯ বিষয়ক বিধিনিষেধের লঙ্ঘন করেছেন।

সচিত্র এ খবর প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, একজন নিরাপত্তারক্ষী টেজার বিচ হোটেলে মধ্যরাতের পর দেখতে পান জ্যাকাস নামের ওই যুবতী বৃটিশ দম্পতিদের রুমে প্রবেশ করছেন। আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বৃটিশ দম্পতি। সেখানে যৌনতায় মেতে ওঠেন তারা তিনজন। এ অবস্থা দেখে ওই নিরাপত্তাকর্মী পুলিশে খবর দেন। তারা যখন অবাধ যৌনতা শেষে পানীয় পানে মত্ত তখন সেখানে ঘেরাও দেয় পুলিশ।

আটক করা হয় তাদের। এ সময় মিকায়েলা জ্যাকাস স্বীকার করেছেন, তিনি অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কে অংশ নিয়েছেন। লুকার এবং নাইটলি দম্পতি তাকে অর্থ দিয়েছেন। তার জন্য ওই দম্পতির সঙ্গে তিনি যৌনতায় অংশ নেন। তিনি জ্যামাইকা থেকে বলেছেন, হ্যাঁ, আমি ওই দুজনের সঙ্গে অংশ নিয়েছিলাম।

আমাদের একটি ‘সেক্স পার্টি’ ছিল। এর জন্য সময়মতো তারা আমাকে অর্থ দিয়েছেন। কিন্তু আমি তাদেরকে বিপদে ফেলতে চাইনি। তারা খুব ভাল মানুষ। আমি আমার সময়ে কি করবো তা অন্য কারো দেখার বিষয় নয়। কার সঙ্গে কিভাবে চলবো সেটাও কারো দেখার বিষয় নয়।

ওদিকে মিকায়েলা জ্যাকাসের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে তিনি জ্যামাইকান স্টাইলে আপত্তিকরভাবে কোমড় দুলিয়ে ‘টোয়ার্ক’ ড্যান্স করছেন। তার এক বন্ধু বলেছেন, বৃটিশ ওই দম্পতির সঙ্গে তাকে গ্রেপ্তারের পর পরই তিনি জ্যামাইকা ফিরে গেছেন। তিনি নিজের নাম পত্রিকায় দেখে হতাশ হয়েছেন। মিকায়েলা বলেছেন, আমার এতা প্রচারণা হবে ভাবতেই পারি নি।

বৃটেনের রোচডেলের মিস্টার লুকার ও মিসেস নাইটলি। লুকার একজন ব্যবসার সঙ্গে জড়িত। তার স্ত্রী চেডলে হামের একজন বিউটিশিয়ান। তারা করোনাকালে বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন। এজন্য তাদের প্রতিজনকে ২২০০ ডলার জরিমানা করা হয়েছে এবং ৭০০০ পাউন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে। বলা হয়েছে, যদি তারা সাত দিনের মধ্যে এই অর্থ পরিশোধে ব্যর্থ হন তাহলে তাদেরকে ৯ মাসের জন্য জেলে যেতে হবে।

মিসেস নাইটলি (৪১) চার সন্তানের একজন সিঙ্গেল মা। তিনি যোগ্যতার দিক দিয়ে একজন নার্স। এর কয়েক বছর আগেও তিনি একবার সংবাদ শিরোনামে পরিণত হয়েছিলেন। তখন তিনি আন্ডারওয়্যার পরে একটি কসমেটিক ক্লিনিকে উস্কানিমূলক ছবি ব্যবহার করেছিলেন। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102