ads
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের শিবচরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক বিপিএলের উদ্বোধন: নতুনরূপে শুরু হলো জমকালো আয়োজন হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি পেয়েছে নয়াদিল্লি বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ভিডিও ভাইরাল, যা জানা গেল হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি পরকীয়া প্রেমের জের, জোরপূর্বক ধর্ষণের পর কুপিয়ে জখম অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলার জালে সাবেক এমপি হেনরী দম্পতি নিম্নমাধ্যমিক-মাধ্যমিক স্কুলে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিল্পকলার লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার পঠিত

দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি ঝরছে গত কয়েকদিন ধরে। আগামী তিনদিনও দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। কিন্তু বৃষ্টি ঝরলেও দেশের অনেক জায়গার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাম্পের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “এখন বায়ুমণ্ডল উত্তপ্ত। বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমে। ফলে গরম কম অনুভূত হয়। বৃষ্টি যতক্ষণ না পরিপূর্ণভাবে দীর্ঘ সময় নিয়ে ঝরবে ততক্ষণ তাপপ্রবাহ কমবে না।”

এদিকে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেড়ে গেলেও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত নেই। ফলে পশ্চিমাঞ্চলে বেশি গরম অনুভূত হচ্ছে। সেখানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, “যে এলাকাগুলোতে বৃষ্টি হয়েছে সেখানে তাপমাত্রা কিছুটা কমেছে। আগে উষ্ণ অঞ্চল ছিল বরিশাল এবং চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রামে বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। তবে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে গত কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতো চট্টগ্রাম বিভাগে। এখন তা পরিবর্তন হয়ে খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে। এর মূল কারণ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেড়ে গেলেও পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত না থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। ফলে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা; রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশ এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে প্রচুর জলীয় বাম্পের কারণে অস্বস্তি বাড়তে পারে।

#ঢাকা টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102