সরকার বিএনপি চেয়ারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে আশা তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। শনিবার (২৯ আগস্ট) রাতে গুলশানে বেগম জিয়ার বাস ভবনে দেখা করে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই নাজুক, তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
তিনি এসময় বলেন, উনার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। উনার শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ডায়াগোনসিস করা সম্ভব হচ্ছে না। তার মৌলিক চিকিৎসা সম্ভব হয় নাই। তার ভাই ইস্কান্দর মির্জা আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে দেশে এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসা করার জন্য যেন অনুমতি দেয় সেটা বলা হয়েছে। আমরা খুব আশাবাদী। উনিও খুব আশাবাদী। তার মৌলিক চিকিৎসা করার সুযোগ দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তিনি গেলে সাময়িক সময়ের জন্য যাবেন।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার ওজন কমে গেছে এবং খাওয়ার রুচি কমে গেছে বলেও জানান।