মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন বেতাগা পোল্ট্রি সমবায় সমিতির ১৫ তম বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ।
পোল্ট্রি সমবায় সমিতির সভাপতি জনাব শুভাশিষ দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য জনাব আনন্দ কুমার দাশ, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ, পোল্ট্রি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ, বেতাগা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জনাব তরুণ কুমার দাশ, উক্ত সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উক্ত সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় তপন দাশের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করা হয়। উল্লেখ্য এই এলাকায় প্রায় প্রতিদিন দেড় লক্ষাধিক ডিম উৎপাদিত হয়।তাদের স্বার্থে একটি ইউনিট হয়ে এই সীমিত কাজ করে থাকে। সমিতির সদস্যদের মাঝে স্বল্প মুনাফায় ঋণের ব্যবস্থা করা হয়ে থাকে।
প্রধান অতিথি মহোদয় বলেন এলাকায় এই সমিতির মাধ্যমে পোল্ট্রি ব্যাবসায় একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অনেকে ডিম ব্যবসায় সাফল্য অর্জন করতে পেরেছে।