বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল আইন ২০২০ এর খসড়া অনুমোদন; উল্লেখ করা হয়েছে ছাত্রছাত্রী কতজন থাকবে, কি কি সুবিধা থাকবে। শিক্ষক ও শিক্ষাথীর অনুপাত হতে হবে ১০ঃ১।
একটা মেডিকেল কলেজ চালু করতে ৫০ জন শিক্ষার্থী হতে হবে। মেডিকেল কলেজ খোলার আগে তিনকোটি টাকা ডিপোজিট রাখতে হবে।।