ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড ফয়সাল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭ বার পঠিত

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর মাস্টারমাইন্ড ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল তালুকদার গাছা থানার কুনিয়া পাছর এলাকায় মৃত আ. রশিদের ছেলে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় আ.লীগের দোসর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুজ্জামান জুয়েল মন্ডলের অনুসারী ফয়সালকে তালুকদার গ্রেফতার পুলিশ।

শুক্রবার রাতে মহানগরীর গাছার কুনিয়া পাছর এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৮ জানুয়ারী রাত ৯টায় কুনিয়া সুলতান মার্কেট এলাকায় রতনের দোকানের সামনে মো. নুরুল ইসলামের ছেলে মো. নিলয় সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় ফয়সালসহ ৭ জনকে আসামি করে নিলয় গত ২১ জানুয়ারি মামালা করেন। এরপর মামলাটির তদন্তকারী কর্মকর্তা গাছা থানার এসআই মো. শাখাওয়াত হোসেন অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেফতার করে।

এবিষয়ে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ফয়সালকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102