কিম কার্দাশিয়ান। তিনি একজন মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল। পিপল ডটকম এর তথ্য, স্বামী কেনি ওয়েস্টকে ডিভোর্স দেয়ার কথা ভাবছেন তিনি।
২০১৪ সালে জনপ্রিয় মার্কিন র্যাপার কেনি ওয়েস্টকে বিয়ে করেন কিম। একটি সূত্র জানিয়েছে, কিমের এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে বুঝতে পেরেছেন কেনি। অন্যদিকে, ভবিষ্যত নিয়ে একটু ভাবার ফুসরত চাইছেন কিম।
সূত্রটি বলেন, কেনি স্বাভাবিক আছেন। একটু দুঃখ পেয়েছেন কিন্তু ঠিক আছেন। তিনি ভালোভাবেই জানেন, যখনই হোক বিষয়টি ঘটবে এবং তা খুব শিগগিরই হতে চলেছে।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন কেনি ওয়েস্ট। পরবর্তী সময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কিছু ব্যক্তিগত তথ্য প্রকাশ করেন। সেই সময় কেনির মানসিক অবস্থার কথা ভেবে বিষয়টি নাকি মেনে নিয়েছিলেন কিম। গত সেপ্টেম্বরে কেনি যখন আবারো ব্যক্তিগত বিষয় টুইটারে প্রকাশ করেন তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন কিম।
এ প্রসঙ্গে সূত্রটি বলেন, বারবার একই বিষয়গুলো ঘটছে। কিম ভাবছেন কীভাবে তার বাচ্চাদের সুরক্ষিত করা যায়। পাশাপাশি তার মানসিক শান্তিও। কিন্তু পুরো বিষয়টি তার জন্য খুবই কঠিন।
কেনি ওয়েস্ট ও কিম কার্দাশিয়ান দম্পতির চার সন্তান- নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যাম।