ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম

ব্যারিস্টার আসিফের মৃত্যুর ঘটনায় স্ত্রী-শ্বশুড়সহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪ বার পঠিত

রাজধানীর কাঁঠালবাগানে একটি ভবনের নয় তলার বারান্দা থেকে পড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাবরিনা শহীদ নিশিতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন বাবা শহিদুল ইসলাম খান। মামলার অপর আসামিরা হলেন আসিফ ইমতিয়াজের শ্বশুড় এ এস এম শহিদুল্লাহ মজুমদার, শ্বাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তিনি এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বাদীপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু শুনানি করেন।

জানা যায়, আসিফ ইমতিয়াজ খান কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে শ্বশুর বাড়িতে থাকতেন। গত শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে ছাদে বেশ কিছু সময় অবস্থান করেন আসিফ। এরপর বাসার নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতাল, পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102