নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ তিন প্রার্থীই কোটিপতি। মনোনয়নপত্রের সঙ্গে তাদের দেওয়া হলফনামা অনুসারে এ তথ্য জানা গেছে।
এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হলফনামার তথ্য অনুযায়ী দেখা যায়, তার নগদ টাকা রয়েছে ১ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯৫২ টাকা, বাৎসরিক আয় ২৩ লাখ ১১১ টাকা, ব্যাংকে জমা আছে ৫ লাখ ৩৭ হাজার ৪৪৫ টাকা, স্বর্ণ ৫০ ভরি, অস্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা, স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার বনানীতে ৫ কাঠা জমির ওপর ৫ তলা বিল্ডিং, বনশ্রীতে ১১০০ বর্গফুটের ফ্ল্যাট। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব-ল, পেশা আইন, মামলা ছিল ৪টি (খালাস)।
অপর প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর নগদ অর্থ রয়েছে ৩ কোটি ১০ লাখ ১২ হাজার ১১১ টাকা, বাৎসরিক আয় ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৫৬ টাকা, নিজের স্ত্রীর নগদ অর্থ ৩৩ লাখ ১৮ হাজার ৩৭৬ টাকা, স্ত্রীর নামে ব্যাংকে জমা রয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ টাকা ও স্বর্ণ রয়েছে ১০ ভরি, সঞ্চয়পত্র রয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ২৫ টাকা। টিপুর নামে অস্থাবর সম্পদ ৩ কোটি ১১ লাখ ৩৩ হাজার ৯৩৩ টাকা ও স্ত্রীর নামে ৬৯ লাখ ৫৪ হাজার ৯৫৩ টাকা, স্থাবর সম্পদ কৃষিজমি ৪০.৭৫ শতাংশ, কৃষিজমি ৬.৫৬২৫ শতাংশ ও ১০ শতাংশ জমির ওপর ২ তলা বিল্ডিং,( স্থাবর সম্পদের মূল্য ৩৯ লাখ ৬ হাজার টাকা)। স্ত্রীর নামে জমি ৫২৭.১৩ শতাংশ ( স্থাবর সম্পদের মূল্য ২৪ লাখ ৫৪ হাজার ১৯৯ টাকা), শিক্ষাগত যোগ্যতা এমএসসি, পেশা আইন। মামলা ছিল ১৫টি, যার মধ্যে ২টি স্থগিত, ৪টি খালাস, ৯টি অব্যাহতি।
আরেক প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের নগদ অর্থ ৪০ লাখ ৬৪ হাজার ৭৬০ টাকা, বাৎসরিক আয় ১০ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকা, ব্যাংকে জমা আছে ৪৪ লাখ ৭ হাজার ২৮৬ টাকা, স্বর্ণ ১২০ ভরি, (অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি টাকা) ও স্থাবর সম্পদ সাভারে ১৫৬.৪৪ ডেসি, বনশ্রীতে ৩.৪৫ কাঠা জমির ওপর ২ তলা ভবন ও ২.১৭২ কাঠা জমির ওপর ২ তলা ভবন (স্থাবর সম্পদের মূল্য ৫ কোটি টাকা), শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, পেশা চিকিৎসক, মামলা ১টি (খালাস)।