হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মিছিলে অংশ নিয়ে বাহুবল উপজেলার বরগাও গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওলিউর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক নাসির উদ্দিন মামলাটি দায়ের করেন।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ৯৭ জন আসামির মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ ছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আসাদুজ্জামান লিটন, উপজেলা তাতী লীগের সভাপতি খন্দকার কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মাসুম, কাউন্সিলর আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০ থেকে ৮০ জনকে। তবে সরকার পতনের পর থেকে মামলায় উল্লিখিত আসামিদের মধ্যে সাবেক এমপি সুমনসহ অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন বলে জানা যায়।