ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার সাইদুর রহমানের শিশুকন্যা শামসুন্নাহার প্রতিবেশী শিশু মিতুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। কিন্তু অনেক্ষণ হওয়ার পরেও তারা ঘরে না আসায় দু’জনকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তারা দু’জনই স্থানীয় শামসুন্নাহার মডেল হাইস্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।