ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বয়স ৩০ হলে গান ছেড়ে দেবো -সালমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৪ বার পঠিত

জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মধ্যে দিয়ে গানে পেশাগতভাবে যাত্রা শুরু হয় তার। এরপর আর থেমে থাকতে হয়নি। একের পর এক গান করে গেছেন। ধারবাহিকভাবে তান বেশ কিছু গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। বিশেষ করে ফোক গানে নিজের একটি শক্ত অবস্থান তিনি গড়েন সংগীতে। গানের বাইরে স্টেজ শোতেও বছরজুড়ে ব্যস্ত থাকেন এ গায়িকা। সব মিলিয়ে এখন কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? সালমা উত্তরে বলেন, আলহামদুলিল্লাহ।
বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময়। ব্যস্ততা কি নিয়ে এখন? সালমা বলেন, স্টেজ শো ও রেকর্ডিং নিয়ে ব্যস্ততাটা যাচ্ছে। চলতি মাসের ১১ তারিখ এনটিভিতে লাইভ আছে। এভাবেই যাচ্ছে সময়। পাঁচ হাজার গানের পরিকল্পনা করেছেন। এই চিন্তা কিভাবে এলো? উত্তরে সালমা বলেন, আমি ক্যারিয়ারে পাঁচ হাজার গান অন্তত করতে চাই। আমি প্রতি মাসেই অনেক গান করছি এখন। সেই হিসেবে পাঁচ হাজারের টার্গেট পূরণ হতে হয়তো দু-তিন বছর লাগবে। আমি আসলে চাই এমন কিছু গান করতে, যখন আমি নাও থাকবো তখনও যেন সেসব গানের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখে। তাছাড়া নিজের সঙ্গে নিজের একটা কমিটমেন্টও আছে আমার। সেটা কি? সালমা বলেন, জীবনে অনেক হিসেব থাকে। আমি এখন গান করছি। কিন্তু সব সময় করবো না। বয়স ৩০ হলে গান ছেড়ে দেবো। এই সিদ্ধান্ত আমার আগেরই। কারণ আমি একজন মুসলমান হিসেবে এই পাঁচ হাজার গান করার পর আর গান করতে চাই না। এমনকি স্টেজ শোও করবো না। তবে যতদিন গান করবো ততদিন সুস্থ গানের চর্চা করে যেতে চাই। সালমা যোগ করে বলেন, আল্লাহ আমাকে সুরের মাধ্যমে রিযিক দিয়েছেন। আমিও সেটা উপলব্ধি করেছি। কিন্তু ধর্ম-কর্মের জন্যই আমার এমন সিদ্ধান্ত। ৩০ বছরের পর বানিজ্যিক গান না করলেও হামদ ও নাত করতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102