ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাঁনমিয়া (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁনমিয়া উপজেলার কৈডুবী সদরদী গ্রামের মৃত্যু উখিল উদ্দিন মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, মোটরসাইকেলে ২ বন্ধু মাদারীপুর থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে কৈডুবী সদরদী নামক স্থানে আসলে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যানচালক ছিটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলচালক সহ অপর বন্ধুকে আটক করেছে পুলিশ।