ads
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

ভারতের ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ: শ্রিংলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২২ বার পঠিত

ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।বুধবার (১৯ আগস্ট) ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শ্রিংলা বলেন, ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। কোভিড পরবর্তী সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, করোনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দিল্লীর সৌহার্দ্যের নজির। ভারত বিশেষ ভিসা সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এ সময় রোহিঙ্গা নিয়েও আলোচনা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এর আগে দুদিনের সফরের শেষ দিনে নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সফরের শেষ দিনে নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

করোনোর মধ্যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা আসার পর থেকে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছেন হর্ষবর্ধন। বুধবার (১৯ আগস্ট) সকালে সুশীল সমাজের অনেককেই হোটেলে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি জাসদ নেতা হাসানুল হকও বৈঠকে অংশ নেন। বেলা সাড়ে ১২টার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হোটেলে আসেন। সচিব পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে হর্ষবর্ধন শ্রিংলার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102