করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে আঘাত হানতে যাচ্ছে ঘুর্ণিঝড় টাওটে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি মারাত্নক আকার ধারণ করে মঙ্গলবারে গুজরাট উপকূলে এটি আঘাত হানতে পারে।
এরইমধ্যে দেশটির আবওহাওয়া অফিস গুজরাটের উপকূল সহ একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
শনিবার এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে ঝড়টি গোয়া থেকে দুইশ ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার এবং পণ্যবাহী বিমান প্রস্তুত রেখেছে ভারতীয় বিমানবাহিনী। কেরালা, কর্নাটক, গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।