ব্রিটেনে মহামারি করোনাভাইরাস ফের ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সেখানে বলা হয়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বরিস জনসনের ভারত সফর বাতিল করা হল। দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন স্ট্রেন মাথাচাড়া দেয়ার কারণেই এই মুহূর্তে দেশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বরিস জনসন।
চলতি বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বরিস জনসনকে। জনসন সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন।
কিন্তু মহামারি করোনাভাইরাস সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠায় ব্রিটিশ সরকার পরিকল্পনায় পরিবর্তন আনলো।
বরিস জনসনের ডাউনিং স্ট্রিট অফিস থেকে ঘোষণা করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সকালে ফোনে কথা বলেছেন। গত মাসে আমন্ত্রণ গ্রহণের পর ভারতে যেতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি।’
এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসন সরকার ইংল্যান্ডের ৫৬ মিলিয়ন মানুষের জন্য নতুন করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।
টেলিভিশনে ব্রিটেন জুড়ে লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সামনের সপ্তাহগুলো কঠিনতর হতে চলেছে। তবে, আমার ধারণা, আমরা লড়াইয়ের শেষপ্রান্তে চলে এসেছি।’ সঙ্গে এও জুড়ে দেন, ‘ভাইরাসকে এ পর্যন্ত যতটা আমরা চিনেছি, যদি তার পরিবর্তন না হয়, তবেই।’