ads
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম

ভারী বুট পরা পুলিশ কিশোর গ্যাংয়ের পেছনে দৌড়াতে পারে না: স্বরাষ্ট্রসচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘আগে কিশোর গ্যাংয়ের এ রকম বিষয় ছিল না। অল্পবয়সী ছেলেরা দৌড়াচ্ছে, আমার ভারী বুট পরা পুলিশ তাদের পেছনে দৌড়াতে পারে না।

এজন্য কী ব্যবস্থা করা যায়, সেই বিকল্প ব্যবস্থা আমরা করছি। ’
সোমবার (০৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা ইস্যুতে আপনারা কি আরও কঠোর হচ্ছেন— জানতে চাইলে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ‘কঠোর হওয়ার কিছু নেই, কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন, সেটুকুই করছি আমরা। ’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোজা ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী অ্যাকশনে যাচ্ছে তারা। ’

এখনো মব চলছে, লালমাটিয়ায় দুজন মেয়েকে হেনস্তা করা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘মব অরগানাইজডভাবে হয় না। কেউ একটা হুজুগ তুলে দেয়। মেয়েগুলো ওখানে অরগানাইজড ওয়েতে বসেনি বলে আমার ধারণা। লোকগুলো যে সংগঠিত হয়ে সেখানে যায় তা-ও না। এগুলো তো আগে থেকে অনুমান করা সম্ভব নয়। আমাদের আরও একটু সময় লাগবে জাতিগতভাবে আরও একটু উপরে যেতে। তখন এগুলো নিয়ে আর এত ঝামেলা হবে না। ’

মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এতে অন্যরা উৎসাহিত হচ্ছে কি না- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেসব জায়গায় ঘটনাগুলো ঘটছে, সেখানে যদি তথ্যপ্রমাণ থাকে, যেসব জায়গায় এগুলো নিয়ে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, সেগুলো সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাড্রেস করেন। ’

নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা ছুটির দিনগুলোতেও বসে থাকি না। আমরা প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখব না, এটুকু বলতে পারি। আগে যে অবস্থা ছিল, তার থেকে যেন আরও ভালো অবস্থায় যেতে পারি। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ১৬:২৫
  • ১৮:০৯
  • ১৯:২২
  • ৬:১২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102