ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

ভোলাহাটে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে এক নারীর মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারী হচ্ছে, ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে শ্যামলী ওরফে কাঁদনি (৪৫)।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, প্রায় ২০ বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন শ্যামলী।

সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটি বিলে ঘাস কাটার জন্য সে বাড়ি থেকে বের হন। এরপর থেকে বাড়ি ফিরে না গেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত শ্যামলীর কোন খোঁজ মেলেনি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জানান, শ্যামলীকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে তার দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে পড়ে ছিল। তবে কে বা কারা এটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয় টি তদন্তকরে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102