ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

ভোলায় আরো ৭ জনসহ করোনায় আক্রান্ত ৬৬২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪ বার পঠিত

ভোলায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলার ৩ জন ও লালমোহনে ২ জন ও ২ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের।

আজ মঙ্গলবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৬৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৭০ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩২৫ জনের মধ্যে সুস্থ ২৭২ জন।

দৌলতখানে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ৪২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৪০ জন, লালমোহনে আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ৬২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ৪০৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪০৩ জনের রিপোর্ট আসলেও এখনও ৩ জনের রিপোর্ট অপেক্ষমান আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102