ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম

ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা, ঢাকা কলেজের ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় এহসানুল হক রিজভী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ২২ মিটার সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল ইসলাম রিজভী ঢাকা কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া মুন্সীবাড়ির আবু তোরাব মিয়ার একমাত্র ছেলে ছিলেন তিনি।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে হাওরের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মিঠামইন থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন রিজভী। দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এতে পায়ে মারাত্মকভাবে আঘাত পান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার লাশ নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মুর্শেদ জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102