শ্বাসরুদ্ধ কর অপেক্ষার পর মঙ্গলের বুকে সফল অবতরণ করলো মাকির্ন মহাকাশ সংস্থা নাসার রোবটযান পারসিভিয়ারেন্স রোভার।
বাংলাদেশ সময় রাত তিনটায় কোনো ধরনের জটিলতা ছাড়াই মঙ্গলগ্রহণের পৃষ্ঠে অবতরণ করে রোভারটি।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ছয় চাকার এই স্বয়ংক্রিয় যানটি সাত মাসে ৪৭ কোটি মাইল পাড়ি দিয়ে মঙ্গলের জাজেরো নামের গভীর গর্তে অবতরণ করে। রোভারটির সফল অবতরণের পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার পাসাডিনার গবেষণা কেন্দ্রের প্রকৌশলীরা।
যানটি আগামী দুই বছর মঙ্গলে অবস্থান করে প্রাণের অস্তিত্ব খুঁজবে। সেখান থেকে তথ্য, ছবি, অন্যান্য নমুনা পাঠাবে বিজ্ঞানীদের।