ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটকের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
খোকনের সহধর্মিনী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বরাত দিয়ে বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার বলেন, খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে (রাত ২ টার দিকে) রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেষ্টুরেন্টের বিল্ডিংয়ের ওনার ভাইয়ের বাসা থেকে আটক করেছে।