ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভালুকা উপজেলার চান্দরহাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার সাতিঙ্গা গ্রামের আব্দুল হামিদ (৪০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গফরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা ভালুকার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম মারা যান।

আহত যাত্রী হামিদ ও অটোরিকশার চালককে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102