ads
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার মামলার অগ্রগতি চূড়ান্ত পর্যায়ে: ট্রাইব্যুনালের প্রসিকিউটর বগুড়ায় বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার তারাকান্দায় গোয়ালঘর থেকে জব্দ খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ বস্তা চাল ৮ দিনের মাথায় জামিনে মুক্ত অবৈধ বালু কারবারি ‘মাসুদ’ আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই, আলোচনা সন্তোষজনক হয়নি: বিএনপি মহাসচিব নোয়াখালীতে বালুভর্তি দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২ শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল আ.লীগ: ফারুকী বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের চাষিরা ধানমন্ডিতে গাড়িতে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক ‘দেশের জন্য আপনি কী করছেন’ সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব

ময়মনসিংহে মিনি চিড়িয়াখানা সিলগালা, ২৩ বন্যপ্রাণী উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পঠিত

ময়মনসিংহে একটি মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২৩টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় চিড়িয়াখানাটি সিলগালা করা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন উদ্যানে মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এসময় মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা একটি অজগর সাপ, দুটি ময়ূর, পাঁচটি হরিণ, দুটি মদনটাক পাখি, একটি কুমির, দুটি ভালুক, একটি শজারু, পাঁচটি বানরসহ বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয়। পরে চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, বন্যপ্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। তাই এখান থেকে ২৩টি বন্যপ্রাণী উদ্ধারসহ চিড়িয়াখানাটি সিলগালা করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে এবং কিছু প্রাণীকে ১৫ দিন কোয়ারেন্টিনে রেখে স্বাভাবিক বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।

সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে থাকা একটি ভালুকের পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই সূত্র ধরে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, আইন অমান্য করে ব্যক্তির প্রভাব খাটিয়ে অবৈধভাবে চিড়িয়াখানাটি গড়ে তোলা হয়েছিল। এটা প্রাণীর প্রতি অন্যায় করা হয়েছে। খবর পেয়ে প্রাণীগুলোকে উদ্ধার করা হয় এবং আহত ভালুকটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে এই চিড়িয়াখানাটি তৎকালীন মেয়র ইকরামুল হক টিটুর অনুসারীরা পরিচালনা করছিল। মূলত এই চিড়িয়াখানাটি ময়মনসিংহ সিটি করপোরেশন থেকে নামমাত্র মূল্যে ইজারা নিয়েছিলেন ফুলবাড়িয়া উপজেলার সংসদ সদস্যের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। পরে তার কাছ থেকে ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান দুলাল এটি পরিচালনার দায়িত্ব নেন। তখন থেকে এই চিড়িয়াখানাতে বিভিন্ন প্রাণীকে খাঁচায় বন্দি করে টিকিট বিক্রির মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে কর্তৃপক্ষ গা ঢাকা দেয় এবং চিড়িয়াখানাটির দায়িত্ব নেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন।

এ বিষয়ে চিড়িয়াখানার পরিচালক মিজানুর রহমান মামুন বলেন, মানুষের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে নামমাত্র দর্শনার্থী বিনিময় মূল্যে চিড়িয়াখানায় তারা প্রাণীদের প্রতি সর্বোচ্চ যত্ন নেওয়ার চেষ্টা করেন। তবে সম্প্রতি একটি ভালুক আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হলে তার পায়ে পচন ধরে এবং ঘা হয়ে যায়। তবে তারা একজন ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে সেটি সারিয়ে তোলার চেষ্টা করছেন। আমরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলাম, যেন সুস্থ করে তুলতে পারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102