ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম

মাদারীপুরে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা, আধঘণ্টায় মিলবে রিপোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

দেশের প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে শুরু হতে হচ্ছে করোনার অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে ৩০ মিনিটেই করোনার রিপোর্ট পাওয়া যাবে। শনিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হবে এই পরীক্ষা।

জেলার সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, স্বল্প সময়ে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় শুরু হতে যাচ্ছে অ্যান্টিজেন টেস্ট। এ লক্ষ্যে শনিবার মাদারীপুর জেলায়ও শুরু হচ্ছে এই কার্যক্রম। আড়াইশ’ শয্যার নতুন ভবনে নিচতলায় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যানবিদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান জানান, মাদারীপুর জেলায় করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য কোন ল্যাব মেশিন নেই। এখান থেকে রোগীদের নমুনা সংগ্রহ করে রাজধানী ঢাকায় পাঠাতে হতো। ফলে রিপোর্ট আসতে সময় লাগতো দুই থেকে তিনদিন। শনিবার সকাল থেকে দ্রুত রিপোর্ট প্রদানের লক্ষ্যে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। রোগীদের সেবায় প্রস্তুত জেলার স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস রোগী মাদারীপুরে শনাক্ত হয়। এরপর পরই কঠোর অবস্থান নেয় প্রশাসন। বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬৪ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৪৯১ জন। ৫৫ জন রয়েছেন চিকিৎসাধীন। আর ১৮ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102