ঢাকা মেট্রোপলিটন পু্লিশ (ডিএমপির) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ বলেছেন, পাকিস্তানে ৪০ দিন অবস্থান করে সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরেন মামুনুল।
রোরবার বিকেলে রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিসি মো. হারুন-অর-রশীদ বলেন, মামুনুল হকের সঙ্গে পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা ছিলেন। ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যান।
তিনি আরো বলেন, পাকিস্তান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ এনে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সংহিতার ঘটনা ঘটান তিনি। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন।