বিয়ে করলেন অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি অভিনেত্রী রিমি করিমের সঙ্গে বিয়ের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এর পরেই চারিদিকে হইচই পড়ে যায় অভিনেতার বিয়ের খবরের সত্যতা নিয়ে।
ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রী বরের বেশে সেজেছেন ঠিকই কিন্তু বাস্তবে তিনি বিয়ে করেননি। পরিচালক উদয় বাঙ্গালি পরিচালিত ‘চাইলেও পাই না’ শিরোনামের একটি নাটকের দৃশ্যের এম সাজ সেজেছেন অভিনেতা মারজুক রাসেল এবং অভিনেত্রী রিমি করিম।
কবি, গীতিকবি ও অভিনয়শিল্পী খ্যাত এই অভিনেতা গেল ঈদে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। ঈদের পর ফের নাটকের অভিনয়ে ফিরেছেন তিনি।
ঈদে মারজুক রাসেল অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমার অপরাধ কী’, ‘চিলে কোঠার বাদশা’, ‘মাস্ক’, ‘কুফা’, ‘বাঘের খাঁচা’, ‘বেদানা বিবির বিন্নি’, ‘পেইন-ড্রাইভ’, ‘গরুর মাংস’, ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।