শুভ রাত্রি
মাসুমা হক
শুভ রাত্রি,
প্রতিরাত বলি,
তারপরও,, আমি নির্ঘুম চলি।
সবার খোঁজে নিজেকে খুঁজি,
সবার সুখে হাসি দুঃখ এ কাদি,
সরল এই চিন্তায়,
তবুও অপরাধী।
নিজের কথা নিজে রাখি,,
সবার কথার গোপনে থাকি,,
ভুল হলে শুধরাই,
,,কেন বদলাব,,
যেখানে ভুল নাই।
প্রয়োজনে আহবানে পাশে থাকি,
কাছে এনে আমাকে জেনেছ কি?
কেন শুন কান কথা ভুলভাল তথ্য,
সবাই যে সঠিক আছে কি এর অর্থ।
কি পাবে অবহেলায়,
কি আছে দুূরে ঠেলায়,
কালোরঙ এর কয়লা
ভিতরের রুপ বদলায় হীরায়।