মা হতে চলেছেন ‘আয়নাবাজি’ সিনেমার আলোচিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ এক ফেসবুক পোস্টে সুখবরটি দেন তিনি। জানান, তার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
প্রথমবারের মতো মা হতে চলেছেন এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, এপ্রিল মাসটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বিশেষ। এই মাসেই আমরা জানাতে চাই যে, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।
আগামী জুলাই মাসেই আমাদের জীবনের নতুন ভালোবাসাকে স্বাগত জানাবো। আমাদেরকে সবাই আপনাদের প্রার্থনা এবং ভালো চিন্তায় রাখুন! ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী বলেন, সত্যি বলতে আমার অনেক নার্ভাস লাগছে, সেইসাথে কিছুটা ভয়ও।
প্রথমবার জীবনের এরকম একটা মিষ্টি অনুভূতি অনুভব করছি। এই বিষয়টা অনেকদিন থেকেই জানাবো ভেবেছিলাম কিন্তু আমরা সবাই চিন্তা করলাম এই খুশির খবরটা জানানোর জন্য এপ্রিল মাসটা বেছে নেই আমরা। কারণ, আমার ও রীমের জন্মদিন, বিবাহবার্ষিকী এই মাসেই। তার জন্য চিন্তা করলাম খুশির খবরটা এ মাসেই জানাই। তিনি আরও বলেন, এমনিতে স্বাভাবিক আছি, ভালো আছি। সবার কাছে দোয়া চাই।
২০১৮ সালের এপ্রিল মাসে জোবাইদুল হক রীমকে বিয়ে করেন নাবিলা।