মা হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। শুক্রবার সকাল থেকেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেননা তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন- তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে। ব্যাস এতেই কাজ শেষ, নেটাগরিকদের বুঝতে আর অসুবিধা হলো নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।
এদিকে কলকাতার গণমাধ্যমে নুসরাতের ঘনিষ্ঠমহলের বরাতে খবর প্রকাশ করে, এক মাস আগেই এই সুখবর পেয়েছেন নুসরাত। আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তার সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা যশ দাশগুপ্ত।
গণমাধ্যমটির এমন দাবির কারণ, নুসরাতের স্বামী নিখিল জৈন বলেছেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। এরপর রাজস্থানের মরুশহরে একসঙ্গে ঘুরতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। বছরের শুরুতে সেই খবর জানিয়েছিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আনন্দবাজার জানিয়েছিল, নুসরাতের কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন। তবে সেই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।
তবে নুসরাতের সন্তানের বাবা কে সে নিয়ে এখনো কিছুই বলেন নি অভিনেত্রী। তিনি কি সিঙ্গেল মাদার হয়েই তার সন্তানকে পৃথিবীতে আনবেন নাকি সন্তানের বাবার পরিচয় প্রকাশ করবেন? প্রশ্ন অনেক, উত্তরের জন্য সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালের ১৯ জুন রাজকীয় আয়োজনে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুসরাত জাহান।