ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানের মা মারা গেছেন। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এই অভিনেতা ফেসবুকে এক পোস্টে নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে জায়েদ খান লিখেন, “মা” আর নেই। আজ সকাল ৪:৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন। আল্লাহ-তায়ালার কি যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ “মা”কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কিভাবে সহ্য করব। আপনারা আমার “মা” এর জন্য দোয়া করবেন।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর নায়ক জায়েদ খানের বাবা এম এ হক মারা যান। তখন তার বয়স হয়েছিল ৮৪ বছর। ক্যানসার, নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নায়ক জায়েদ খান। ২০০৮ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি।