ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত প্রতিকার শীর্ষক বগুড়ায় পুলিশের কর্মশালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫৩ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে সোমবার পুলিশ সুপারের সভাকক্ষে ‘মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি প্রতিকার’ শীর্ষক গবেষণার ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর পরিচালক (গবেষণা ও প্রকাশনা) ড: মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া জজকোর্টের পিপি এ্যাড. আব্দুল মতিন, স্পেশাল পিপি এ্যাড. নরেশ মুখ্যার্জী, এ্যাড. রুপালী প্রমুখ। সভায় উপস্থিত সকলে মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত প্রতিকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে শতভাগ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102