ads
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পঠিত

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)। শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি এবং ছিনতাই হওয়া নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জড়িত অপর দুজনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের (অংগ্যজাই মারমার দাবি চাচাতো বোন নয়, যাত্রাপথে পরিচয়) সঙ্গে শান্তি পরিবহণের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছলে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে তাদের ভয় দেখায়। তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ এবং ওই তরুণীর গলার একটি রুপার চেইন ছিনতাই করে পালিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ১৬:৩০
  • ১৮:২৪
  • ১৯:৪০
  • ৫:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102