ডেস্ক রিপোর্টঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আরও ২ যাত্রী আহত হয়।
বৃহস্পতিবার (২০ মে) সকালে মিরসরাই উপজেলা সদরের ফুটওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টোপথে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম ওমর ফারুক (৩৫)। নিহত ওমর ফারুক সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার জহিরুল ইসলামের পুত্র।
দুর্ঘটনায় আহতরা হলো সাইদুল ইসলাম (২৭) ও সানজিদা আক্তার (৩০)। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো জব্দ করে।