কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগ কর্মীরা কারো ওপর হামলার জন্য রাস্তায় নামেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে এ সন্ত্রাসীরা। ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। আমরা এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা।
তিনি বলেন, আমরা সবসময় বলেছি, কোটার যৌক্তিক সংস্করণ চাই। আশা করছি, যৌক্তিক সংস্কারই হবে।