সুনামগঞ্জ প্রতিনিধি: ২৩ মার্চ ২০২২ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, সুনামগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত; জনাব মোঃ মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সুনামগঞ্জ; জনাব বিমল চন্দ্র সোম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ; বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ প্রমুখ।
এ সময়ে জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।