মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। রাস্তায় একটি অটোতে ধাক্কা মারে তারকার গাড়ি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, ওইদিন সন্ধ্যায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার একটি মিউজিক রিলিজ ইভেন্টে ছিলেন নোরা।
বলি তারকার গাড়ি চালক একটি অটোতে সজোরে আঘাত করে। তবে তখন গাড়িতে নোরা ছিলেন না। অটোতে তার গাড়ির ধাক্কা লাগার পর স্থানীয়রা হাজির হয়ে সঙ্গে সঙ্গে চালককে টেনে নামান। তাকে অল্পবিস্তর মারধরও করেন। শেষ পর্যন্ত গাড়ি চালক অটো চালককে দশ হাজার রুপি দিয়ে গাড়ি ছাড়িয়ে নেন।
এ ঘটনায় গাড়ি ও অটোর ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি কিংবা এফআইআর দায়ের করা হয়নি তারকার পক্ষ থেকে।
বর্তমানে নোরা গুরু রানধাওয়ার নতুন গান ‘ডান্স মেরি রানি’র মিউজিক ভিডিওতে নিজের লুক ও নাচের চর্চা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নোরা ফাতেহি।