ads
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯১ বার পঠিত

এবার মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে। গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য বলছে, দেশে গত জুন মাসে খাদ্যের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৬ দশমিক ৩৩ শতাংশ ছিল। এ থেকে স্পষ্ট, সাধারণ মানুষ খাদ্যদ্রব্য কিনতে গিয়েই বেশি হিমশিম খাচ্ছে। আবার শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি।

বিবিএসের তথ্যমতে, জুন মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মূল্যস্ফীতি শহরাঞ্চলে ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। আর গ্রামাঞ্চলে খাদ্যের মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশে পৌঁছেছে এবং জুনের শেষে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে ও শহরাঞ্চলে রয়েছে ৭ শতাংশের ওপরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102