ads
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

মেয়ের গান গাইলেন ন্যান্সি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অডিও এবং সিনেমায়, দুই ক্ষেত্রেই শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার মেয়ে রোদেলাও গানের ভুবনে পথচলা শুরু করেছেন। তিনি গেল বছর গেয়েছিলেন ‘রাজকুমার’ শিরোনামের একটি গান।

রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। রোদেলার সেই ‘রাজকুমার’ এবার গাইলেন তার মা ন্যান্সি।

সাধারণত দেখা যায় তারকা মা-বাবার কাজগুলো সন্তানেরা ব্যবহার করেন। তবে মেয়ের গান কণ্ঠে তুলে ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন ন্যান্সি। বিষয়টি তিনি বেশ উপভোগও করেছেন।

গত রোববার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্সি। গান শুরুর আগে তিনি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে। মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম এবং মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’

‘রোদেলা যখন আমার গান গায়, তখন সবাই বলে, মায়ের মতো হয়নি। এখন হয়তো আমাকে বলবে, রোদেলার মতো হয়নি’- গান শেষ করে মজা করে বলেন ন্যান্সি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102