ads
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

মোংলা বন্দরে পোস্তদানা জব্দের ঘটনায় মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪০ বার পঠিত

মিথ্যা ঘোষণায় মোংলা বন্দর দিয়ে আমদানি করা প্রায় ১৮ কোটি টাকা মূল্যের পোস্তদানা আটকের ঘটনায় শিপিং এজেন্টসহ দুই আমদানিকারকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার দুপুরে (১৬ আগস্ট) কাস্টমস’র সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইমদাদুল হক বাদী হয়ে মোংলা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করে কাস্টমস।

মোংলা বন্দরের কাস্টমস হাউজ’র করা মামলার সূত্রে জানা যায়, কন্টেইনারবাহী একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি সানভিওর ভিউ’ মালোয়শিয়ার তানজান পিলিপাস বন্দর থেকে ছেড়ে আসে। সিঙ্গাপুরে যাত্রা বিরতির পর জাহাজটি গত ৯ আগস্ট মোংলা বন্দরের জেটিতে কন্টোইনার খালাস শেষে চলেও যায়। জাহাজটি বন্দরে নোঙ্গরের আগেই কাস্টমস কর্তৃপক্ষের কাছে খবর আসে আমদানি নিষিদ্ধ পণ্য ও মদের চালান আসছে। এই খবরের ভিত্তিতে জেটিতে পণ্য খালাসের পরপরই ওই ৪টি কন্টেইনার শনাক্ত ও নজরদারিতে রাখা হয়। ১২ আগস্ট আমদানিকারকসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে কন্টেইনার ৪টি খুলে পরীক্ষার করার জন্য জানানো হয়। কিন্তু চিঠি পাওয়ার পরেও আমদানিকারক প্রতিষ্ঠান এতে কোনো কর্ণপাত না করায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার পরে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট, চেম্বার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সামনে বন্দর জেটিতে কন্টেইনার খুলে ২ হাজার ৬৬৯টি বস্তায় ৬৮ হাজার ২৬৫ কেজি পোস্তদানা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা বলে জানায় কাস্টমসের কর্মকর্তারা। আমদানিকারকরা তাদের কাগজপত্রে টেনিসবল ও পার্টি স্প্রে’র চালানের কথা উল্লেখ করলেও অবৈধভাবে নিষিদ্ধ পোস্তদানা আমদানি করেছেন তারা।

ওই ঘটনাতেই রোববার দুপুরে মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ইমদাদুল হক বাদী হয়ে কন্টেইনার বোঝাই পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স তাজ ট্রডার্স ও চকবাজারের চম্পাতলি লেনের ০৬/১০ এর মেসার্স আয়শা ট্রেডার্স এবং শিপিং এজেন্ট মেসার্স ওসান ট্রেডার্স লিমিটেডের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি)-১ (বি) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102