ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় এমপি মারাত্মক আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৫ বার পঠিত

ঝিনাইদহ কালীগঞ্জ উপেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনায়ারুল আজিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী মারাত্মক আহত হয়েছেন।

রোববার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বলাকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জ থেকে ষাটবাড়িয়া গ্রামে এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

পথিমধ্যে বলাকান্দর এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল সংসদ সদস্যকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে সংসদ সদস্য মাথায় আঘাতপ্রাপ্ত হন। সংসদ সদস্যের মোটরসাইকেলচালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। এর পর এলাকাবাসী তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত সহকারী সচিব এমএ রউফ জানান, এমপির মাথার পেছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার সিটিস্ক্যান করানো হবে। তবে তিনি কথা বলতে পারছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102