ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম

মোটরসাইক-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪০ বার পঠিত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজন হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেহেদি হাসান (২২) নামে আরও একজন।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে খুলনার চুকনগরে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ছাত্রলীগ কর্মী।

অপরদিকে নিহত রাজন হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি এসএম আশিকুর রহমান জানান, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী। রাজনও কলেজ ছাত্র এবং পৌর ছাত্রলীগের কর্মী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। তারা চুকনগর এলাকায় পৌঁছেোল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মেহেদি।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে ঘাটক ট্রাকটি পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102