মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।
ময়মনসিংহের সদর উপজেলার চর ভবানিপুর এলাকার ঘটনা। গত বৃহষ্পতিবার চর ভবানিপুর এলাকার বাসিন্দা জাহির মিয়ার ছেলে কিশোর ফয়সাল এবং একই এলাকার দোলোয়ার হোসেনের ১২ বছরের ছেলে রাকিবকে মোবাইল চুরির অপবাদ দিয়ে রশি দিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন স্থানীয় প্রভাবশালী গোলাম মোস্তফা।
নির্যাতনের সময় স্থানীয় অনেকে উপস্থিত থাকলেও প্রতিবাদ করেননি কেও। ঘটনাটি প্রথমে জানাজানি না হলেও কিশোরদের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
এঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন নির্যাতনের শিকার কিশোরদের স্বজন ও স্থানীয়রা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ৯৯৯ থেকে কল করে জানানো হয় সদর উপজেলার চর ভবানিপুর এলাকায় চোর আটক করা হয়েছে। এরই প্রেক্ষিতে কিশোর ফয়সালকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা ও সফির উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার।
গত বুধবার চর ভবানিপুর এলাকায় গোলাম মোস্তফার ঘর থেকে তার মেয়ের একটি মোবাইল ফোন চুরি হয়।