ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম

ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে অভিযান, ধরে নিয়ে গেল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে ওই বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে সুরাইয়া আক্তার মিষ্টি (২০)।

জানা গেছে, আজ মঙ্গলবার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজারে একটি মাইক্রোবাস থেকে নামেন মিষ্টি। এরপর তিনি বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরও কয়েকটি দোকানে ঢুকে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন। এ সময় মেয়াদোত্তীর্ণ মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন। এদিকে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় ফোন দিয়ে ঘটনাটি জানান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল বলেন, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে মিষ্টিকে আটক করে থানায় আনা হয়। আটককৃত সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও একটি এনজিওর পরিচয়পত্র পাওয়া যায়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102