ads
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

ম্যারাডোনার মৃত্যুতে শোক জানালেন জিএম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

কিংবদন্তী ফুটবলার, ফুটবলের যাদুকর ও ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক শোক বার্তায় দিয়েগো ম্যারাডোনার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। ফুটবলের মাঠে ম্যারাডোনার রাজসিক নৈপুণ্য নতুন প্রজন্মের ফুটবলারদের সামনে অনুকরণীয় হয়ে থাকবে। ম্যারাডোনা ব্যক্তিগত নৈপূণ্য দিয়ে শুধু ফুটবল নয় তার দেশ আর্জেন্টিনাকেও জনপ্রিয় করেছেন। খেলোয়াড়ী জীবনে যেমন সাফল্য পেয়েছেন ম্যারাডোনা, তেমনি সংগঠক হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব ফুটবলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। ফুটবল ইতিহাসে ম্যারাডোনার অবদান অক্ষয় হয়ে থাকবে।

কিংবদন্তী ফুটবলার, ফুটবলের যাদুকর ও ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102