ads
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গাইবেন জেমস, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩ বার পঠিত

দেশসেরা রকস্টার মাহফুজ আনাম জেমস বয়সকে জয় করে মাতিয়ে চলেছেন ব্যান্ড গানের শ্রোতাদের। নিয়মিতই তাকে কনসার্টে পাওয়া যাচ্ছে। দেশ-বিদেশে ঘুরছেন তিনি দল নিয়ে। সেই ধারাবাহিকতায় আসছে জুনে পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

সেখানে টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গাইবেন জেমস। আগামী ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি।

আয়োজকদের পক্ষ থেকে সাজ্জাদ এবং হাসিনা জানান, এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভক্তদের জন্য নাগরবাউল জেমসের সাথে দেখা করার এটি একটি অসাধারণ সুযোগ।

আয়োজকরা আরও জানান, মূলত কোরবানি পরবর্তী কনসার্টটি হবে সারা দিনব্যাপী। আরেক আয়োজক শারমিন হোসেইন জানান, ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে।

এই কনসার্টের টিকিট মিলবে ৮টি ক্যাটাগরিতে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড়!

যুক্তরাষ্ট্রে গাইবেন জেমস, শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

শিক্ষার্থী এবং গ্রুপ বুকিং করার জন্য যোগাযোগ করা যাবে- এই ঠিকানায়। সরাসরি কল করা যাবে সাজ্জাদ- (318) 880-4439 এবং হাসিনা – (703) 609-4460 – নম্বরগুলোতে।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন এই কনসার্টে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘কনসার্টটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্যও বাংলা রক সংগীতের ইতিহাসের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এটি।’

নগর বাউলের বর্তমান সদস্যরা হলেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল, গিটার), আহসান এলাহী ফ্যানটি (ড্রামস), সুলতান রাইহান খান (গিটার), এবং তালুকদার সাব্বির (বেস গিটার) এবং আবদুল কাইয়ুম ( কিবোর্ডিস্ট)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102